সকলের জন্য ২ টা ওয়েব সাইট কাজে লাগবেই

 আমরা অনেকেই ইন্টারনেটে ফাইল আপলোড এবং ডাউনলোড করে থাকি । এর আগে আমরা অনেকেই 4shared,repidshare,mediafire,megaupload ইত্যাদি ওয়েবসাইটে ফাইল আপলোড করতাম । কিন্তু যদি আমরা একই সময় ব্যয় করে একসাথে ৭-৮ টি ওয়েবসাইটে ফাইলগুলো আপলোড করতে পারি তাহলে কোন সমস্যা আছে । যখন যে
ওয়েবসাইট থেকে ফাইল ডাউনলোড করতে চাবেন তখন সেই ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন । তাতে আপনি কেউকে যদি মজা করতে চান তো তাকে রেপিডশেয়ারের লিংক দিলেন এবং নিজে ডাউনলোড করার সময় 2shared থেকে ডাউনলোড করলেন । কারন এতে কোন টাইম কাউন্ট করে না ।
১ . http://www.mirrorcreator.com : আপনি আপনার ইচ্ছেমত ৬টি ওয়েব সার্ভারে ফাইল আপলোড করতে পারবেন । এটি এখন একটি সুযোগ দিচ্ছে সেঠি হল ফাইল আপলোড করে রেপিড শেয়ার একাউন্ট জিতে নেবার যেহেতু আমি আপনাদের নিশ্চিত করে বলতে পারছি না এটা সত্যি কি না তাই চেষ্টা করে দেখতে পারেন । নিন্মলিখিত যেকোন ৬ টি ওয়েবসার্ভারে একসাথে ফাইল আপলোড করতে পারবেন ।
২ . http://www.multiupload.com : এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি একসাথে ৮ টি ওয়েবসার্ভরে একই সময় ব্যয় করে ফাইল আপলোড করতে পারবেন । যতখুশি ফাইল আপলোড করতে পারবেন আর আপলোড স্পিডও খুব ভাল পাবেন । যেসব ওয়েবসার্ভারে আপলোড করতে পারবেনঃ
df
* 1 . Rapidshare
* 2 . Megaupload
* 3 . Mediafire
* 4 . Multiupload ( Direct download )
* 5 . Zshare
* 6 . Badongo
* 7 . Depositfile
* 8 . 2shared
* 9 . Hotfile
আশা করি আপনাদের আজ বা কাল এটা কাজে লাগবেই । সকলকে ধন্যবাদ ..............

0 comments:

Post a Comment